কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুক্তিযুদ্ধের সংগঠক অজয় রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কটিয়াদীতে স্মরণসভা

 স্টাফ রিপোর্টার | ১৭ অক্টোবর ২০২০, শনিবার, ১০:৩৬ | কটিয়াদী 


বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সম্মিলিক সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় রায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম-নন্দীপাড়া গ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সেখানে তার স্মৃতিসৌধে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার।

আলোচনায় অংশ নেন মো. সফিউল্লাহ দিদার, প্রকৌশলী আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক আবুল কাশেম অপু, গৌতম সেন, সাইফুজ্জামান সরকার, ওবায়দুল্লাহ রিয়াজ প্রমুখ।

বক্তাগণ তার বর্ণাঢ্য কর্মজীবন ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

২০১৬ সালের ১৭ অক্টোবর অজয় রায় পরলোকগমনের পর তার ইচ্ছানুযায়ী তার পৈতৃক নিবাস বনগ্রাম-নন্দীপাড়া গ্রামে তাকে সমাধি দেওয়া হয়। পরে তার সমাধিস্থলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর