কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মহানবীকে অবমাননার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

 মাহমুদুল হাসান | ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৭:০৮ | কিশোরগঞ্জ সদর 


ফ্রান্সে রাষ্ট্রীয় মদতে বিশ্বমানবতার মুক্তির দূত, শান্তির প্রতীক মুসলমানদের হৃদয়ের স্পন্দন পেয়ারা নাবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত মাদরাসা ছাত্র ফোরাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার ব্রীজে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে ছাত্রনেতা ফয়সাল বেলালী, মোজাহিদুল ইসলাম, নূরুল আমীন ভূইয়া, খাইরুল ইসলাম প্রমুখসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন আরব রাষ্ট্র ফ্রান্সের পণ্য বয়কট করেছে। সরকারিভাবে ঘোষণা চাই, ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশে চলবে না, চলতে দেয়া হবে না।

আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সে মহানবী সা.-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।

ফ্রান্সের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করে মহানবী সা.-এর প্রতি ভালবাসা প্রকাশের আহ্বান জানান তারা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর