কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ইমাম-উলামাদের ফ্রান্স বিরোধী বিক্ষোভ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩১ অক্টোবর ২০২০, শনিবার, ৫:২৬ | পাকুন্দিয়া  


ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে পাকুন্দিয়া উপজেলা ইমাম-উলামা পরিষদ এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন।

সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে পৌরসদরের ঈদগাহ্ মাঠ ময়দানে জড়ো হন ইমাম-উলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা।

সকাল সোয়া ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ্ মাঠে গিয়ে শেষ।

পরে উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসাইনীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, মুফতি শহীদুল্লাহ, সুলাইমান, মাওলানা মুফতি শফিকুল ইসলাম, মাওলানা আবদুল কাইয়ুম, মাওলানা আবু সুফিয়ানসহ বিশিষ্ট আলেম উলামা।

এছাড়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে ফ্রান্সের সকল ধরণের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপন জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বক্তারা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর