কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মুরগি হয়ে গেল মোরগ! কৌতূহলী মানুষের ভীড়

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩১ অক্টোবর ২০২০, শনিবার, ৭:১২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অলৌকিকভাবে এক মুরগি মোরগে রূপান্তর হয়েছে। এনিয়ে এলাকায় কৌতূহল বিরাজ করছে। আশপাশসহ দূর-দূরান্ত থেকে কৌতূহলী লোকজন একনজর দেখতে ছুঁটে আসছেন ওই বাড়িতে।

সম্প্রতি উপজেলার হোসেন্দী পশ্চিম আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরজমিনে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ওই বাড়িতে গিয়ে জানা গেছে, ওই বাড়ির বাসিন্দা রফিকুল ইসলাম সৌদিআরব থাকেন। তাঁর স্ত্রী বাড়িতেই থাকেন।

এ সুবাদে বাড়িতে কয়েকটি মুরগি পালন করেন। এর মধ্যে একটি মুরগি আছে, যেটি এর আগে দুই দফা ডিম দিয়েছে। এক বার বাচ্চাও ফুঁটিয়েছে।

বেশ কিছুদিন যাবত মুরগিটি ডিম দেওয়া বন্ধ করে দেয়। এর সপ্তাহ দুয়েক পর থেকে ওই মুরগির মাঝে কিছুটা পরিবর্তন শুরু হয়। ভোরে মোরগের মতো বাগ দেওয়া শুরু করে (এক ধরণের ডাক)।

কয়েক দিন ধরে মুরগির মাথায় মোরগের ন্যায় ঝুঁটি দেখা যাচ্ছে। লাল বর্ণের, যেন এখনি ফুঁটেছে। একটু দূর থেকে মনে হবে যেন এটা রং করা কিংবা লাগানো।

কিন্তু অলৌকিকভাবে ওই মুরগি ধীরে ধীরে মোরগে রূপান্তর হয়েছে।

এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশসহ দূর-দূরান্ত থেকে লোকজন ছুঁটে আসছেন মোরগটিকে একনজর দেখতে।

মো. জসিম উদ্দীন নামের কৌতূহলী একজন জানান, লোকমুখে শুনেছি মুরগি নাকি মোরগ হয়ে গেছে। তা নিজ চোখে দেখতে এসেছি। দেখলাম শরীরের অনেকটাই মুরগির মতো থাকলেও মাথায় মোরগের মতো ঝুঁটি রয়েছে। দেখতে পরিষ্কার ও অনেক সুন্দর।

ওই বাড়ির বাসিন্দা মো. নূরুল ইসলাম বলেন, ‘ছোট ভাইয়ের মুরগি গত কয়েক দিন ধরে মোরগে পরিণত হয়েছে। মোরগের মতো বাগ দিচ্ছে। মাথায় পরিষ্কার লাল ফুটফুটে ঝুঁটি ওঠেছে। সবই উপর ওয়ালার ইচ্ছে। উনি সব পারেন। দিনকে রাত, রাতকে দিন। তারই স্পষ্ট নিদর্শন এই মোরগ।’

এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন কিশোরগঞ্জ নিউজকে বলেন, ‘হরমোনজনিত কারণে এমনটা হতে পারে। এতে আশ্চর্য হবার কিছু নেই।

আগে মুরগির হরমোন নিঃস্বরণ হয়েছে, এখন হয়তো মোরগের হরমোন নিঃস্বরণ শুরু করেছে। ধীরে ধীরে এটি মোরগে রুপান্তরিত হবে।

তবে শতভাগ হবে না। অপারেশনের মাধ্যমে শতভাগ মোরগে রূপান্তর সম্ভব।’

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর