কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ঐতিহাসিক তেভাগা সংগ্রাম স্মরণে আলোচনা সভা

 স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১ নভেম্বর ২০২০, রবিবার, ১২:১০ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহাসিক তেভাগা সংগ্রাম স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্ষেতমজুর সমিতি ও কৃষক সমিতির যৌথ আয়োজনে তেভাগা আন্দোলন ও তেভাগা আন্দোলনে আত্মোৎসর্গকারী প্রবীর গোস্বামী, আঃ বারিক তুফানী স্মরণে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান।

স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক অর্নব সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা টিইউসি’র সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, রফিকুল ইসলাম মাষ্টার, নূরুল ইসলাম, তেভাগা আন্দোলনের জীবন্ত কিংবদন্তী সিরাজুল ইসলাম সিরু মিস্ত্রি, সাংস্কৃতিক কর্মী রাজীব সরকার পলাশ, আচমিতা ইউপি সদস্য আমির হামজা হাবিবসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ঐতিহাসিক আন্দেলনের প্রেক্ষাপট বর্ণনা করে তেভাগা মোড়ে তেভাগা আন্দোলনের শহিদ প্রবীর গোস্বামী ও আঃ বারিক তুফানী এবং একমাত্র জীবন্ত কিংবদন্তী সিরাজুল ইসলাম সিরু মিস্ত্রির নামে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে একটি তোরণ নির্মানের দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর