কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ইমাম-ওলামা ও তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১ নভেম্বর ২০২০, রবিবার, ১২:১৮ | হোসেনপুর 


ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর অবমাননায় কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলার ইমাম-ওলাম এবং তৌহিদী জনতা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে ইমাম-ওলামা ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার নতুন বাজার থেকে শুরু হয়ে হাসপাতাল চৌরাস্তার বঙ্গবন্ধু সরণীতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হোসেনপুর মোরগমহল মসজিদের খতিব মাওলানা মুফতি নাজমুল হক ফয়সাল, আমেনা খাতুন মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি আল-আমিন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর ব্যঙ্গচিত্র সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে তীব্র নিন্দার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবি করা হয়।

সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, মন্ত্রিপরিযদের মাধ্যমে ফ্রান্সের সকল পণ্যেও তালিকা রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করে তা বয়কটের দাবি রাখার পাশাপাশি বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপনের প্রস্তাব রাখতে আহ্বান জানান।

অন্যথায় ভবিষ্যতে ওলামাদের সিদ্ধান্ত মোতাবেক ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর