কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ফ্রান্স বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ১ নভেম্বর ২০২০, রবিবার, ১২:২৮ | কটিয়াদী 


ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মস্তোফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কটিয়াদী ইমাম ও ওলামা পরিষদের আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সর্বস্তরের তৌহীদি জনতার এই মানববন্ধন থেকে ফ্রান্সের পণ্য বর্জন ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন ও মহান জাতীয় সংসদে এর নিন্দা প্রস্তাবের আহ্বান জানানো হয়।

সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানববন্ধন ও পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার তৌহীদি জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কটিয়াদী ইমাম ও ওলামা পরিষদের সভাপতি দরগাহ জামে মসজিদের খতিব আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাও. ছাঈদ আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, ওলামা পরিষদের সহসভাপতি আবু ইউসুফ, কামারকোনা জামে মসজিদের খতিব মাও. বায়েজিদ আহমদ, মাও. মো. আব্দুল্লাহ, মেয়রপুত্র তছলিম উদ্দিন লিটন, মাও. জাকির হোসেন, মাও. হাদিউল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত, শান্তির প্রতীক, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে, তাতে বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

যতদিন মহানবীকে অবমাননার দৃষ্টান্তমূলক বিচার না হবে তৌহীদি জনতা বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাবে বলেও তারা ঘোষণা দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর