কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শিশু মরিয়ম হত্যার প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১ নভেম্বর ২০২০, রবিবার, ১১:৫৫ | হোসেনপুর 


সাত বছরের শিশু মরিয়ম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

শিশুদের হাসি ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে মুখে কালো কাপড় পরে প্রতিবাদকারীরা শিশু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।

শিশু মরিয়ম উপজেলার সাহেদল ইউনিয়নের বীরপাইকশা গ্রামের দরিদ্র সিরাজুল ইসলামের মেয়ে।

মরিয়মকে দুই মাস আগে প্রতিবেশী নুরুল ইসলামের মেয়ে নাদরাতুল নাইমা আহমেদ (২৩) এর বাসায় তার সন্তানদের সাথে খেলা করার কথা বলে কুমিল্লার বাসায় নিয়ে যায়। গত বুধবার (২৮ অক্টোবর) সেখান থেকে নিথর মরদেহ নিয়ে আসে বাবা-মায়ের কাছে।

পরে মোড়ানো কাপড় খুলে শিশুটির গায়ে নির্যাতনের অসংখ্য চিহ্ন দেখতে পেয়ে স্বজনেরা আর্তচিৎকার করেন। তাদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে দম্পতিকে আটক করে হোসেনপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

নাইমা ও তার স্বামী এলাহী শুভ বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর