কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

 স্টাফ রিপোর্টার | ৮ নভেম্বর ২০২০, রবিবার, ৪:৫৬ | কটিয়াদী 


‘বিশ্বজুড়ে রক্তপাতের গভীর ক্ষত, আমরা নিলাম রক্তদানের মহান ব্রত’ স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলার চান্দপুর ইউনিয়নের চান্দপুর বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ কটিয়াদী-পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি ও প্রগতি পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক ডা. এসএ ফারুক, হযরত মিয়া চাঁন শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, রক্তদান সমিতি'র উপদেষ্টা রাজনীতিক আবদুর রহমান রুমী, সমাজসেবক শামসুল আলম বুলবুল, নৌশাদ খান, চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মুরাদ, প্রগতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ পলাশ, রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, ছাত্রনেতা রফিকুল ইসলাম আরমান প্রমুখ।

এতে অন্যদের মাঝে রক্তদান সমিতি'র স্বেচ্ছাসেবক শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবু্বুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, হাসান তারেক বাপ্পী, আশরাফিজুর রহমান হৃদয়, হাসিবুর রশিদ রাফি, অনিকুল ইসলাম নাসির, আরিফুল ইসলাম সুমন, রতন মিয়া, প্রগতি পাঠাগারের সদস্য সৈয়দ আবুল বাশার শুভ, মুর্শিদ, রাব্বী, রোমান, সাদ্দাম হোসেন, ইমরান হোসেন, অন্তর খান, রাতুল প্রমূখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে তিন শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর