কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মাস্ক ব্যবহার না করে জরিমানা গুণলেন ১৩ জন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৭:২১ | পাকুন্দিয়া  


সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করে বাইরে ঘুরাফেরা করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩ জনকে মোট তিন হাজার ৫৭০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পাকুন্দিয়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের হাতে মাস্ক তুলে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

এদিকে উপজেলার সবকটি ডায়াগনস্টিক সেন্টারে তিনি অভিযান পরিচালনা করেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়।

পাশাপাশি কোনো ডায়াগনস্টিক সেন্টারেই প্যাথলজিস্ট না থাকার ব্যাপারে প্যাথলজিস্ট এর মাধ্যমে সঠিকভাবে পরীক্ষা নির্ণয়ে কর্তৃপক্ষদের অবহিত করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করে বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ধাপ চলছে। তাই লোকজনকে সচেতন করার লক্ষ্যে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর