কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় যুব মহিলা লীগের অভূতপূর্ব সম্মেলন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৭ জানুয়ারি ২০১৮, রবিবার, ৫:১৫ | পাকুন্দিয়া  


যুব মহিলা লীগ পাকুন্দিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সাহেরা আক্তার সাথীর সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারজানা ইসলাম বিপ্লবী, জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি প্রমুখ বক্তৃতা করেন।

এসময় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আশরাফুন্নেছা, শাকিলা চৌধুরী বীথি, পারভীন আক্তার, কাজী শাহনাজ, যুগ্মসাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি, তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া হক শোভা, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজনীন সুলতানা, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর রাজিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক পারভীন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক কিশোয়ারা সুলতানা সালমা প্রমুখসহ কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নারান্দী ইউপি চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ভিপি আবদুল হাকিম, জেলা যুবলীগ নেতা ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি মো. হেলাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ এখলাছ উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান, যুগ্মআহ্বায়ক মো. রুবেল মিয়া প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার পাকুন্দিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে সাহেরা আক্তার সাথী ও সাধারণ সম্পাদক হিসেবে ললিতা আক্তার বীথির নাম ঘোষণা করেন এবং উপস্থিত অতিথিবৃন্দের সামনে হাত তুলে পরিচয় করিয়ে দেন।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার মহিলা অংশ নেন। এতে সম্মেলনটি বিশাল এক মহিলা সমাবেশের রূপ নেয়। পাকুন্দিয়ার ইতিহাসে এর আগে এত বিপুল সংখ্যক মহিলার উপস্থিতিতে কোন কর্মসূচী অনুষ্ঠিত হয়নি বলে আয়োজকেরা দাবি করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর