কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ঋণের চাপে সৌদি প্রবাসীর বাবার আত্মহত্যা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৫ জানুয়ারি ২০১৮, সোমবার, ৪:৪১ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় ঋণের চাপ সইতে না পেরে মাইজ উদ্দিন (৫২) নামে এক সৌদি প্রবাসীর বাবা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সোমবার ভোর রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদর্শী মধ্যপাড়া গ্রামের বাড়ির পাশের কাঁঠাল গাছের সাথে গলায় রশি ঝুলিয়ে ফাঁস নেন তিনি। সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মাইজ উদ্দিন তালদর্শী মধ্যপাড়া গ্রামের মৃত আছর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাইজ উদ্দিন ১০ বছর সৌদি আরব ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে এসে তিনি কিছু জায়গাজমি কিনেন। বছর খানেক আগে আত্মীয়স্বজনের কাছ থেকে ধারকর্জ করে এক ছেলেকে সৌদিআরব পাঠান মাইজ উদ্দিন। এদিকে ছেলে বিদেশ যাওয়ার পর পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে পাওনাদারের চাপে দিশেহারা হয়ে পড়েন মাইজ উদ্দিন। কিভাবে পাওনাদারের ঋণ পরিশোধ করবেন, এই চিন্তায় অস্থির হয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি। সোমবার ভোরে বাড়ি থেকে অনতিদূরের জঙ্গলের কাঁঠাল গাছের সাথে দড়িতে ঝুলে ফাঁস নেন মাইজ উদ্দিন। পরে স্থানীয় লোকজন কাঁঠাল গাছে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর