কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নববর্ষে পথশিশুদের মাঝে বৈশাখি পোশাক বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০১৮, শনিবার, ৩:০২ | বিশেষ সংবাদ 


নববর্ষের দিন শিশু একাডেমির আওতাধীন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের ছাত্র-ছাত্রীরা পথশিশুদের মাঝে বৈশাখি পোশাক বিতরণ করেছে। শনিবার সকালে শহরের আলোর মেলা এলাকার শিশু একাডেমিতে আনুষ্ঠানিকভাবে পথশিশুদের হাতে এসব বৈশাখি পোশাক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা, প্রবীণ শিক্ষিকা খালেদা ইসলাম, সুইড প্রতিবন্ধী ফাউন্ডেশনের সম্পাদিকা অ্যাডভোকেট মায়া ভৌমিক, গার্ডেনিয়া কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কোহিনূর আফজল ও সাংবাদিক শফিক কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদী হাসান বাবু।

পরে পথশিশু মেয়েদের হাতে নববর্ষের ডিজাইনে তৈরি কামিজ এবং ছেলেদের হাতে টিশার্ট এবং ফতুয়া তুলে দেয়া হয়। পোশাক পেয়ে শিশুরা উল্লাস প্রকাশ করতে থাকে। তারা বাড়ি থেকে নিয়ে আসা গায়ের পরনো ছেঁড়া জামা খুলে তাৎক্ষণিকভাবে নতুন জামা পরে নেয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর