কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে র‌্যাব-পুলিশের অভিযানে ইউপি সদস্যসহ ১২ জুয়াড়ি আটক

 স্টাফ রিপোর্টার | ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার, ৫:৪৭ | অপরাধ 


কিশোরগঞ্জে পৃথক জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ১২ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ও বৌলাই ইউনিয়নে র‌্যাব-পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

এর মধ্যে মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামের জুয়ার আসরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুজ্জামান বিপ্লব (৪৩) সহ মোট ৭ জুয়াড়িকে আটক করে।

আটক অন্য ৬ জুয়াড়ি হচ্ছে, মো. লাল মিয়া (৫০), শেখ বিল্লাল (৫০), মো. কাঞ্চন মিয়া (৪৮), মো. আবু চাঁন (৫৫), আহাম্মদ (৩০) ও রুবেল মিয়া (২৮)।

তাদের মধ্যে ইউপি সদস্য মো. কামরুজ্জামান বিপ্লব কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজীরগল গ্রামের শামসুজ্জামানের ছেলে, মো. লাল মিয়া চৌধুরীহাটির মৃত আব্দুল মোন্নাছের ছেলে, শেখ বিল্লাল মাইজখাপন গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে, মো. কাঞ্চন মিয়া কাচারিপাড়ার মৃত আব্দুল বারিকের ছেলে, মো. আবু চাঁন মাইজখাপনের মৃত আব্দুল বারিক চান্দুর ছেলে, আহাম্মদ হাজীরগল গ্রামের সুলতানের ছেলে ও রুবেল মিয়া বাদে মাইজখাপনের মৃত সেলিম মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে বৌলাই ইউনিয়নের পুরান বৌলাই এলাকার জুয়ার আসরে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মোট ৫ জুয়াড়িকে আটক করে।

তারা হচ্ছে, মো. রুহুল আমিন, খাইরুল ইসলাম, মো. সোহেল মিয়া, মো. শাহ আলম ও মো. আলম। তারা সবাই পুরান বৌলাই এলাকার বাসিন্দা।

তাদের মধ্যে মো. রুহুল আমিন (২৮) ইউসুফ মুন্সীর ছেলে, খাইরুল ইসলাম (২৬) মো. আউয়ালের ছেলে, মো. সোহেল মিয়া (৩৭) মৃত আব্দুল মোতালিবের ছেলে, মো. শাহ আলম (২৪) মো. কুদ্দুছের ছেলে ও মো. আলম (৩২) মৃত সিরাজ মিয়ার ছেলে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, আটক ১২ জুয়াড়িকে শুক্রবার (১৩ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর