কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১৪ নভেম্বর ২০২০, শনিবার, ৭:০৬ | কুলিয়ারচর 


“মুজিব বর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ” এ স্লোগান ও “ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালী, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্টোল প্রোগ্রাম এর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) সকালে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নূর মোহাম্মদ রকিব, মেডিকেল অফিসার ডা. ইফতেখার আনাম নোমান, কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মুকুল চৌধুরী, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পল্টন কুমার রায় প্রমুখসহ স্থানীয় সাংবাদিক ও হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা পরিচালনা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী মো. আনিছুর রহমান তৌহিদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর