কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বজ্রপাত রোধে তালবীজ রোপণ

 স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১৪ নভেম্বর ২০২০, শনিবার, ১০:৪৮ | কটিয়াদী 


প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষে প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কিশোরগঞ্জের কটিয়াদীতে তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি ও ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) তালবীজ রোপণ করা হয়।

সকালে উপজেলার বোয়ালিয়া-ভাংনাদী গ্রামে ফসলের মাঠ সংলগ্ন রাস্তার দুইপাশে তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় রক্তদান সমিতি'র উপদেষ্টা ও ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিক আবদুর রহমান রুমী, রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্বেচ্ছাসেবক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ, শিক্ষক সায়েম খান, ছাত্রনেতা তানজীম খান ফরহাদ, মাহফুজুর রহমান, ইমরান হোসেন রিপন, মাসুদ রানা জয়, হাসানুর রহমান সাকিন, আসিকুর রহমান লালন, আবু সিদ্দিক, আব্দুল মনাক প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর