কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সেতুতে আটকে যাওয়া নৌকা ছুটাতে গিয়ে মাঝির মৃত্যু

 নেত্রকোনা সংবাদদাতা | ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ৬:২৭ | সারাদেশ 


নেত্রকোনা জেলার মদন উপজেলা সদরের মগড়া নদীর শহীদ আব্দুল কদ্দুস সেতুর নীচে ডুবন্ত চরে আটকে যাওয়া বালুবাহী নৌকা ছুটাতে গিয়ে তৌহিদ মিয়া (৫৫) নামে এক মাঝির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে আটকে যাওয়া নৌকাটি ছুটানোর রশি বেঁধে টানার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

তৌহিদ মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই নৌকাটি মগড়া নদী দিয়ে যাওয়ার পথে মদন উপজেলা সদরের শহীদ আব্দুল কদ্দুস সেতুর নীচে ডুবন্ত চরে আটকে যায়।

পরে নৌকার মাঝি তৌহিদ মিয়া নৌকাটি ছুটানোর জন্য ট্রাকের সঙ্গে দড়ি বেঁধে টানাটানি করার এক পর্যায়ে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তৌহিদ মিয়া মৃত্যুর ব্যাপারে কারো কোন অভিযোগ নেই। তাই এ মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর