ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (নভেম্বর) সকাল ১০.৪৫টায় তিনি ময়মনসিংহ শহরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবত কিডনী জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুস সালামের রাজনৈতিক ও শিক্ষাজীবনের শুরু কিশোরগঞ্জ জেলায়। তিনি স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেন।
নান্দাইল উপজেলার নিজ গ্রামের বাড়িতে বিকাল ৪টার দিকে জানাজা শেষে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুলহক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।