কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে উৎসব-আনন্দে বাংলা নববর্ষ উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ১৫ এপ্রিল ২০১৮, রবিবার, ৪:২৭ | বিশেষ সংবাদ 


মঙ্গল শোভাযাত্রাসহ উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসন পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গিয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম, এডিসি (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ। এতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও নানা শ্রেণিপেশার বিপুল জনতা অংশ নেন।

বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে ‘আমাদের কিশোরগঞ্জ’ সংগঠনের ব্যানারে শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পুরাতন স্টেডিয়াম থেকে বিভিন্ন প্রাণীর মুখোশ আর মুকুট পড়ে শিশু আর তরুণ তরুণীসহ নানা বয়সের শত শত মানুষ শোভাযাত্রায় আনন্দ উল্লাস করতে করতে শহর প্রদক্ষিণ করেন। সংগঠনটি পুরাতন স্টেডিয়ামে গ্রামীণ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে।

প্রশাসনের পক্ষ থেকেও বিয়াম স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর