কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনা মুক্ত হলেন পাকুন্দিয়ার ওসি-এসিল্যান্ড

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৭:৫১ | পাকুন্দিয়া  


করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হওয়ার এক সপ্তাহ পর সুস্থ হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তাদের উভয়েরই করোনাভাইরাস কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

সন্ধ্যা ৭টায় তারা দুজনই এ প্রতিবেদকের কাছে করোনাভাইরাস নেগেটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ নভেম্বর একইদিনে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। এবার একইদিনে তারা করোনামুক্ত হলেন।

করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর থেকে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

সোমবার (২৩ নভেম্বর) পুনরায় তারা নমুনা দেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় এবং উভয়েরই করোনা ভাইরাস কোভিড-১৯ নেগেটিভ আসে।

প্রসঙ্গত, করোনা মহামারির শুরু থেকেই উপজেলার সর্বত্র চষে বেরিয়েছেন এসিল্যান্ড একেএম লুৎফর রহমান। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন, করোনা আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশন নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, অবাধ চলাফেরা নিয়ন্ত্রণসহ করোনা আক্রান্ত ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাশাপাশি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতিও তিনি। করোনার সুযোগে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের অতিরিক্ত দাম নিতে না পেরে সে ব্যাপারে বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করেন এ কর্মকর্তা।

করোনা মহামারির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত উপজেলাবাসীর সেবায় নিয়োজিত থাকা এসিল্যান্ড একেএম লুৎফর রহমান নিজে করোনায় আক্রান্ত হন।

এদিকে মাস দুয়েক আগে পাকুন্দিয়া থানার ওসি হিসেবে যোগদান করেন মো. সারোয়ার জাহান। যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি উপজেলার সবর্ত্র চষে বেড়ান।

বিভিন্ন হাটবাজার, সংগঠন, মসজিদ, মন্দিরে ছুটে বেড়িয়েছেন তিনি। সাধারণ লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর