কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ধর্ষণসহ যৌন সহিংসতা প্রতিরোধ ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি

 স্টাফ রিপোর্টার | ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৭:২০ | নারী 


নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ধর্ষণসহ সকল প্রকার যৌন সহিংসতা প্রতিরোধ ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে শহর সমবায় ভবনে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক।

সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন।

এছাড়া সংগঠনের আন্দোলন সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, যুগ্মসাধারণ সম্পাদক জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, অ্যাডভোকেট শংকরী রানী সাহা, অ্যাডভোকেট হামিদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় নারীনেত্রী হাসিনা হায়দার চামেলী, তাহমিনা ইসলাম প্রমুখ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কমিশন গঠন সহ ১৩টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে সেসব বাস্তবায়নের দাবি জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর