কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনা মোকাবেলায় এখন মাস্কই ভ্যাকসিনের মতো কাজ করতে পারে: এসপি কিশোরগঞ্জ

 স্টাফ রিপোর্টার | ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৭:২৬ | বিশেষ সংবাদ 


শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল বটতলা এলাকায় কিশোরগঞ্জ সদর মডেল থানা এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম এর সভাপতিত্বে ক্যাম্পেইনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ও মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

প্রধান অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) জেলার ১৩টি থানায় পুলিশের উদ্যোগে একযোগে সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করেন।

তিনি বলেন, করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক এখন ভ্যাকসিনের মতো কাজ করতে পারে। তাই এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব।

পরে পুলিশ সুপার বিভিন্ন যানবাহন চালক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর