কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার ইউএনও নাহিদ হাসান করোনা মুক্ত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার, ৬:৩৬ | পাকুন্দিয়া  


কোভিড-১৯ করোনা ভাইরাস মুক্ত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান। শনাক্তের পর এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে দ্বিতীয় নমুনা পরীক্ষায় শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা ভাইরাস নেগেটিভ হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এমন তথ্য নিশ্চিত করেছেন ইউএনও নাহিদ হাসান।

গত ১৯ নভেম্বর করোনা ভাইরাস পজেটিভ হন মাঠ প্রশাসনের এ কর্মকর্তা। এর পরেরদিন শ্বাসকষ্ট দেখা দেয় তার।

পরে তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুনরায় নমুনা দেন।

দ্বিতীয়বারের নমুনার ফলাফল শুক্রবার (২৭নভেম্বর) সন্ধ্যায় জানতে পারেন। এতে তাঁর শরীরে করোনা ভাইরাস নেগেটিভ আসে।

করোনা ভাইরাস নেগেটিভ হয়েছেন এমন তথ্য নিশ্চিত করে তিনি জানান, আল্লাহর রহমতে সকলের দোয়ায় করোনা ভাইরাস মুক্ত হলাম। চিকিৎসকসহ সকলের প্রতি কৃতজ্ঞ। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরছি।

প্রসঙ্গত, করোনা মহামারির শুরু থেকে মাঠ পর্যায়ে থেকে দায়িত্ব পালন করেছেন ইউএনও মো. নাহিদ হাসান।

বিদেশ ফেরত লোকদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, লকডাউন কার্যকর, স্বাস্থ্যবিধি মেনে চলা, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ সরকারি সকল নির্দেশনা বাস্তবায়ন করে করোনা ভাইরাস রোধে উপজেলাবাসীকে অনেকটাই সুরক্ষিত রেখেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর