কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে দুই রেস্টুরেন্ট মালিককে জরিমানা

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২৯ নভেম্বর ২০২০, রবিবার, ৬:২২ | কুলিয়ারচর 


রেস্টুরেন্টে বাসি খাবার সংরক্ষণ, ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সাথে রান্না করা তরকারি (খাবার) রাখার অপরাধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই রেস্টুরেন্ট মালিককে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কুলিয়ারচর সদর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে রেস্টুরেন্টে বাসি খাবার সংরক্ষণ, ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সাথে রান্না করা তরকারি রাখার অপরাধে কুলিয়ারচর বাজারের এরাবিয়ান তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিককে ১৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশ ও খাবার তালিকা না রাখার কারণে কমল রেস্টুরেন্ট এর মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বিভিন্ন সময়ে করা ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে এই দুইটি খাবার হোটেলে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর আবুল কাসেম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর