কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ডেঙ্গু জ্বরে মারা গেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বালা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:৫৯ | বিশেষ সংবাদ 


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা সুলতানা ইসলাম বালা (২৩) মারা গেছেন। গত ১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২দিকে তিনি মারা যান।

সুলতানা ইসলাম বালা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আলমদী গ্রামের খোকন মিয়ার কন্যা।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেত্রী সুলতানা ইসলাম বালা মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন।

ছাত্রলীগ নেত্রী বালার অকাল মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার সহকর্মীরাও।

নিহতের চাচাতো ভাই কামাল হোসেন জানান, পাকুন্দিয়া উপজেলার আলমদী গ্রামের খোকন মিয়ার ছয় সন্তানের মধ্যে সুলতানা ইসলাম বালা পঞ্চম।

তিনি রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকতেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি অধ্যয়নরত ছিলেন।

পড়াশোনার পাশাপাশি বালা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

গত ১৫দিন ধরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান।

এদিকে বুধবার (২ ডিসেম্বর) ভোরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বালার অকাল মৃত্যু কিছুতেই তারা মেনে নিতে পারছেন না।

বেলা ১১টার দিকে জানাজা নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর