কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শুরু হয়েছে কিশোরগঞ্জ নিউজ এর আয়োজনে বৈশাখী ফটো কনটেস্ট

 স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৩:৪০ | রকমারি 


উৎসব-আনন্দে সারাদেশে উদযাপন করা হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সেই সাথে বরণ করে নেয়া হয়েছে বাংলা নতুন বছর ১৪২৫ সাল। হাওর অধ্যুষিত আমাদের জেলা কিশোরগঞ্জে এখন চলছে ধান কাটাকে ঘিরে বৈশাখী উৎসব।

পহেলা বৈশাখে নববর্ষকে বরণ আর ধান কাটা উৎসবকে স্মৃতির ফ্রেমে ধরে রাখতে কিশোরগঞ্জ নিউজ আয়োজন করছে একটি ফটো কনটেস্টের। আর এই ফটো কনটেস্টে অংশ নিতে নাম, মোবাইল নম্বরসহ ছবি পাঠাতে হবে কিশোরগঞ্জ নিউজ এর অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্সে ১৩ই মে রাত ১২টার মধ্যে। এই বৈশাখে তোলা বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখ উদযাপন, হাওরে ধান কাটা, ধান তোলাসহ ধান কাটা উৎসবের যেকোনো ছবি পাঠিয়ে, প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

নিয়মাবলি।।
• বৈশাখী ফটো কনটেস্ট এ অংশ নিতে ছবি পাঠাতে পারবেন ১৭ই এপ্রিল বিকাল ৫টা থেকে ১৩ই মে রাত ১২ টা পর্যন্ত। তবে ছবি তোলার লোকেশন অবশ্যই কিশোরগঞ্জ জেলা এলাকা হতে হবে।

• বাছাইকৃত ছবি প্রকাশ হবে ১৪ই মে এপ্রিল কিশোরগঞ্জ নিউজ এর অফিসিয়াল ফেসবুক পেজে।

• প্রকাশিত ছবিতে ২১শে মে পর্যন্ত প্রাপ্ত লাইক, কমেন্ট, শেয়ার এবং বিচারকের দেয়া নম্বরের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে।

• সেরা তিন ছবি প্রকাশ হবে ২৫ শে মে।

• পুরস্কার বিতরণ করা হবে কিশোরগঞ্জ নিউজ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন অর্থাৎ পহেলা জুন।

যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার, ততবেশি বিজয়ী হওয়ার সম্ভাবনা। তাই আর দেরি কেন! শুরু হয়ে যাক ছবি তোলা, আর পাঠিয়ে দিন কিশোরগঞ্জ নিউজ এর ফেসবুক পেজের ইনবক্সে।

কিশোরগঞ্জ নিউজ এর ফেসবুক পেজ: https://www.facebook.com/kishoreganjnews/

অংশগ্রহণের নিয়মাবলি:
• একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি ছবি পাঠাতে পারবেন।
• অবশ্যই রঙিন ছবি পাঠাতে হবে।
• প্রতিযোগীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, ছবির ক্যাপশন ও ছবি তোলার লোকেশন বাংলায় লিখে ছবির সঙ্গে পাঠাতে হবে।
• ছবিতে কোনো প্রকার লোগো, লেখা ব্যবহার করা যাবেনা। যতদূর সম্ভব এডিটিং এড়িয়ে চলতে হবে।
• ছবিতে কোনভাবেই জাতিগত বিদ্বেষ বা অশালীনতা তুলে ধরা যাবে না।
• ছবি সম্পর্কিত সকল দায়ভার প্রতিযোগীর। এক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট অভিযোগ থাকলে ছবিটি বাতিল করা হবে।
• কিশোরগঞ্জ নিউজ এর সংশ্লিষ্ট কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
• কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

নির্বাচন প্রক্রিয়া:
• নির্ধারিত সময়ের মধ্যে ছবি পাঠানোর পর একটি বিশেষজ্ঞ প্যানেল মানসম্পন্ন ছবি বাছাই করে কিশোরগঞ্জ নিউজ ফ্যান পেজে ক্যাপশন ও ফটোগ্রাফারের নামসহ আপলোড করবেন।
• আপলোড করা ছবি ১০০ নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে।
৬০ নম্বর থাকবে লাইক, কমেন্ট ও শেয়ারের ওপর।
৪০ নম্বর থাকবে বিচারকদের হাতে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর