কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চাকুরী জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

 স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৩:০৯ | শিক্ষা  


চাকুরী জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ জেলার বেসরকারি শিক্ষক নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখড়াবাজার এলাকায় সংগঠনটির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক।

সমাবেশে  বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাবিয়া আক্তার খাতুন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শুকরানা, কলেজ শিক্ষক সমিতির সভাপতি এ এস এম আজিজুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক নাজমুন আলম, শিক্ষক সমিতির জেলা শাখার সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ভূইয়া, মো. আব্দুল বাতেন ফারুকী, মো. আব্দুল হামিদ ও মো. আব্দুস ছাত্তার, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম ফারুক, সদর উপজেলা সভাপতি মো. ছফির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা সভাপতি মো. আব্দুল হান্নান, করিমগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব শামছুল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, বাজিতপুর উপজেলা সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহিন আলম, তাড়াইল উপজেলা সভাপতি মো. সাইদুজ্জামান মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, শিক্ষক নেতা মো. আজিজুর রহমান, এমদাদুল হক, জহিরুল ইসলাম, নুসরাত পারভীন, রফিকুল ইসলাম, আবু হানিফ জিহাদী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আগামী ২০শে জুলাইয়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ঘোষণার দাবি জানান। এই সময়ের মধ্যে চাকুরী জাতীয়করণের ঘোষণা না এলে আগামী ২২শে জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনের ঘোষণা দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর