কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

 বিজয় কর রতন, মিঠামইন | ৫ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৭:২২ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

মঙ্গলবার (৫ জানুয়ারি) মিঠামইন উপজেলা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান।

এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম, সহকারী কমিশনার (ভূমি) আলিনুর খান, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, উপজেলা ভাইসচেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ সিদ্দিকী, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা, চমকপুর দাখিল মাদ্রাসার সুপার ইয়াকুব আলী বরুনী, বৈরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন, ঢাকী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সভার প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

মতবিনিময় সভায় মিঠামইন উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার (৩ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলায় জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ শামীম আলম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর