কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চরআলগীর শীতার্তদের পাশে ‘শান্তির সংঘ’

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৬:০৮ | পাকুন্দিয়া  


চলছে মাঘ মাসের শৈত্যপ্রবাহ। গত ২-৩ দিনের তীব্র শৈত্যপ্রবাহে জুবুথুবু অবস্থা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের কয়েকশ’ মানুষের।

শীতার্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে ‘শান্তির সংঘ’ নামের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

ওই এলাকার যুবকদের নিয়ে গড়া ওই সংগঠনের উদ্যোগে গ্রামটির ৮৬টি শীতার্ত পরিবারের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে সংগঠনটির সদস্যরা শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন। তীব্র শীতে কষ্টে থাকা ওইসব শীতার্তরা কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় সেলিম আহমেদ, নূরনবী হোসাইন, আখতারুজ্জামান নয়ন, শাকিল আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সদস্য ফিরোজ আশরাফ শান্ত জানান, গত কয়েক দিনের তীব্র শীতে চরআলগীর অসহায় লোকজন কষ্টে রয়েছে। তাদের কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে শীতার্ত ৮৬টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির পাশে থাকার জন্য এলাকার প্রবাসী ও চাকরিজীবীসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্রত থাকার অঙ্গীকার করেন তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর