কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কিশোর গ্যাংয়ের চাপাতি হামলায় স্কুলছাত্র পুলকের শরীরে ১০৪ সেলাই

 স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ১২:২৫ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের এলোপাতাড়ি চাপাতির কোপে সানমুন হোসেন পুলক (১৫) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার আহত পুলকের মা সেলিনা বেগম স্বপ্না বাদী হয়ে চারজনের নামাল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় স্কুলছাত্র সানমুন হোসেন পুলকের ওপর এই হামলার এ ঘটনা ঘটে।

সানমুন হোসেন পুলক কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার কামাল হোসেনের ছেলে ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলক এর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে তিন বন্ধুর সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে খরমপট্টি এলাকার ফিরোজা নার্সিং হোমের পাশে ১৫-২০ বছর বয়সের ৮-১০জন কিশোর অতর্কিত হামলা চালায় তাঁদের ওপর। এসময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও সানমুন হোসেন পুলক হোঁচট খেয়ে সড়কে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে পুলককে এলোপাতাড়ি কুপায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা পুলককে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আহত পুলকের বাবা কামাল হোসেন বলেন, তাঁর ছেলে পুলকের ওপর অকারণেই হামলা হয়েছে। তাঁকে ১০৪টি সেলাইসহ ৭ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, স্কুলছাত্রের ওপর হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর