কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরব পৌরসভায় বিএনপির প্রার্থী হাজী মো. শাহীন

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৩০ জানুয়ারি ২০২১, শনিবার, ১১:২৯ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন।

শনিবার (৩০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের জন্য চুড়ান্ত প্রার্থীর তালিতা প্রকাশ করা হয়।

তালিকায় ভৈরব পৌরসভায় হাজী মো. শাহীনকে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়।

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভৈরব পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু। তার বিপরীতে বিএনপি মনোনয়ন দিয়েছে পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীনকে।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এককভাবে দীর্ঘদিন যাবত নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন হাজী মো. শাহীন।

তাঁর মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে জেলার গুরুত্বপূর্ণ এই পৌরসভার নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির ভোটযুদ্ধ এখন আনুষ্ঠানিকতা পেয়েছে।

ভৈরব পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি।

৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।

গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন এই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর