কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন এমপি তৌফিক

 বিজয় কর রতন, মিঠামইন | ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ৮:০৩ | মিঠামইন 


সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের মিঠামইনেও করোনাভাইরাস কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

রোববার (৭ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের করিডোরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তিনি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রথম টিকা গ্রহণ করেন মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার হাফিজুর রহমান। দ্বিতীয় টিকা নেন বীর মুক্তিযোদ্ধা রমজান আলী।

পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিনুর খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ টিকা গ্রহণ করেন।

এছাড়া একই হাসপাতালে কমিউনিটি ভিশন সেন্টার (বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিনুর খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাফি, ওসি মো. জাকির রব্বানীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মরত ডাক্তার, নার্স ও রেডক্রিন্টের ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

এর আগে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ প্রধান অতিথি এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিককে ফুলেল শুভেচ্ছা জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর