কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তরুণদের লেখালেখি ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়

 মাহমুদুল হাসান | ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১২:৫৯ | রকমারি 


কিশোরগঞ্জের তরুণ লেখকদের নিয়ে তরুণদের লেখালেখি চর্চা ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের হোটেল রিভার ভিউয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তরুণদের উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা জহির উদ্দিন বাবর তরুণদেরকে যুগোপযোগী বিষয়ে লেখালেখিতে মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন। পাশাপাশি তিনি শিকড় ভুলে না যাওয়ার কথাও বলেন।

মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটির ভিপি কিশোরগঞ্জের কৃতী সন্তান বশির ইবনে জাফর তরুণদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ক্যারিয়ার বিষয়ক আন্তর্জাতিক অঙ্গনের নানাবিধ সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের এ কৃতী শিক্ষার্থী ছুটি কাটাতে বর্তমানে নিজ জন্মভূমিতে অবস্থান করছেন।

তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা সহজায়নে সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক কাজ করে যাচ্ছেন।

মতবিনিময় আড্ডায় বাংলাদেশে ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা জহির উদ্দিন বাবর, মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটির ভিপি বশির ইবনে জাফর এর সাথে আরো উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডট কমের বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান, মিজানুর রহমান, এনামুল হক, মোজাহিদুল ইসলাম, সাঈদ আফেন্দি প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর