কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে টাকা আদায়ের জন্য যুবকের পায়ে শিকল পরিয়ে তালা

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৫:২৮ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে কথিত পাওনা টাকা আদায়ের জন্য রতন মিয়া (৪০) নামে এক যুবককে গায়ের জোরে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে পায়ে শিকল পরিয়ে তালা দেয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জাফরাবাদ গ্রামের সেলিম মিয়ার বাড়িতে রতন মিয়ার পায়ে শিকল পরিয়ে তালা দিয়ে রাখার ঘটনাটি ঘটে। সেলিম মিয়া জাফরাবাদ গ্রামের নূরুল ইসলামের ছেলে।

অন্যদিকে নিষ্ঠুরতার শিকার হওয়া যুবক রতন মিয়া উপজেলার লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।

কথিত পাওনা টাকা আদায়ের জন্য যুবকের পায়ে শিকল পরিয়ে তালা দেয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যুবকের পায়ে শিকল পরিয়ে তালা দেয়ার ঘটনা শুনে আশপাশের মানুষ সেলিম মিয়ার বাড়িতে গিয়ে ভীড় জমায়।

বিকাল সোয়া ৪টার দিকে এ রিপোর্ট লিখার সময় পর্যন্ত রতন মিয়াকে জাফরাবাদ গ্রামে সেলিম মিয়ার বাড়িতে পায়ে শিকল পরিয়ে তালা মেরে রাখা হয়েছে।

জানা গেছে, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রতন মিয়ার কাছে টাকা পাওনা টাকা আদায়ের কথা বলে তাকে রাস্তা থেকে তুলে সেলিম মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার পায়ে শিকল পরিয়ে ঘরের একটি খুঁটির সাথে তালা মেরে রাখা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর