কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে যুবলীগ নেতা শরীফ গুরুতর আহত

 স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০১৮, শনিবার, ২:১৯ | পাকুন্দিয়া  


ফাইল ছবি: মাঝে পাঞ্জাবি পরিহিত যুবলীগ নেতা শরীফুল ইসলাম শরীফ।

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে জাঙ্গালিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. শরীফুল ইসলাম শরীফ (৩৮) গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী বানিয়াবাড়ীর নিজ বাড়িতে এই নৃশংস হামলার শিকার হন।

আশঙ্কাজনক অবস্থায় মো. শরীফুল ইসলাম শরীফকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে রেফার্ড করেছেন। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আহত যুবলীগ নেতা মো. শরীফুল ইসলাম শরীফ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী বানিয়াবাড়ীর সাবেক ইউপি সদস্য মো. খুর্শিদ উদ্দিন এর ছেলে।

পরিবার জানায়, বানিয়াবাড়ীর সাবেক ইউপি সদস্য মো. খুর্শিদ উদ্দিন এর সঙ্গে প্রতিবেশী চরটেকী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমাও রয়েছে। ইউপি সদস্য মো. খুর্শিদ উদ্দিন এর ছেলে যুবলীগ নেতা মো. শরীফুল ইসলাম শরীফ শনিবার সকাল ৭টার দিকে বাড়ির নলকূপে গেলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ হুমায়ুন মাস্টারের লোকজন তার ওপর চড়াও হয়। এ সময় খুব কাছ থেকে তারা শরীফের বুকে বল্লম দিয়ে সজোরে আঘাত করলে বল্লমের আঘাতে শরীফের বুক এফোড়-ওফোড় হয়ে যায়।

পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর