কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কালাজ্বর নির্মূল কর্মসূচির অবহিতকরণ সভা

 রাজন সরকার, পাকুন্দিয়া | ২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৭:১৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শারমিন শাহনাজ।

সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগের সিনিয়র এডভাইজার প্রোগ্রাম ডা. মিজানুর রহমান ও এন্টোমলজিক্যাল সার্ভিলেন্স এক্সপার্ট দিলরুবা শাহরীন কবীর এবং অ্যাসেন্ড বাংলাদেশের এপিডেমিওলোজিষ্ট ডা. জাকির হোসেন।

এতে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মো. বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ইমাম, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ জানান, গত ১০ বছরে (২০১০-২০২০) পাকুন্দিয়া উপজেলায় ১৮০ জন কালাজ্বর রোগী সনাক্ত হয়েছে। বর্তমানে তারা সকলেই চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন।

এ সময় তিনি উপজেলায় কালাজ্বর নির্মূলে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর