কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগ চ্যাম্পিয়ন

 স্টাফ রিপোর্টার | ২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৫:১৬ | খেলাধুলা 


ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে আন্ত:বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার সকালে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় আইন বিভাগ ৬৬ রানে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, আইন অনুষদের ডীন প্রফেসর রফিকুল আলম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রিয়াদ আহমেদ তুষার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা ও ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম আশফাক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

ফাইনাল খেলায় টসে জিতে ব্যবসায় প্রশাসন বিভাগ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আইন বিভাগ ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে। ২১৭ রানের টার্গেট নিয়ে ব্যবসায় প্রশাসন বিভাগ ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫০ রান করে। ফলে ৬৬ রানের জয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আইন বিভাগের শিক্ষার্থী সাদ্দাম ম্যান অব দ্যা সিরিজ ও নাঈম ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা বিজয়ী দল ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য আইন বিভাগ ২০১৫ সালের আন্ত:বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। এবার দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তুললো আইন বিভাগ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর