কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় করোনা মোকাবেলায় মাস্ক নিয়ে মাঠে পুলিশ

 স্টাফ রিপোর্টার | ২১ মার্চ ২০২১, রবিবার, ৩:৫৯ | ইটনা  


‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সচেতনতামূলক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

রোববার (২১ মার্চ) সকালে জেলার ১৩টি থানায় একযোগে এ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

এর অংশ হিসেবে ইটনা থানা পুলিশ মাস্ক বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।

উপজেলা সদরের বিভিন্ন সড়কে এ সময় ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং পথচারীদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন।

এছাড়া মাস্ক পরার ব্যাপারে মানুষকে সচেতন ও উদ্ধুদ্ধ করতে তিনি মাইকে প্রচারণা চালান।

এতে ইটনার থানার পরিদর্শক তদন্ত আহসান হাবীব ও অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর