কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পাইপগান তৈরি করতে গিয়ে চার অস্ত্রবাজ আটক

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৩:৩১ | হোসেনপুর 


হোসেনপুরে দেশীয় অস্ত্র পাইপগান তৈরি করতে গিয়ে পুলিশের হাতে মো. শফিকুল ইসলাম সুমন (৪০), মো. তাইজুল ইসলাম (৩০), মো. জাকারিয়া জুয়েল (৩৫) ও মো. সাইফুল ইসলাম (৩২) নামের চার অস্ত্রবাজ আটক হয়েছে। সোমবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে জাকারিয়া জুয়েলের পুকুর পাড়ে আধাপাকা মাছের খাবার রাখার ঘরে দেশীয় অস্ত্র পাইপ গান বানানোর খবরে পুলিশ সেখানে হানা দিয়ে দেশীয় অস্ত্র তৈরির ২২ ধরনের সরঞ্জামসহ হাতেনাতে তাদের আটক করে। এছাড়া আটক হওয়া অস্ত্রবাজদের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে পুলিশ।

আটক হওয়া চার অস্ত্রবাজের মধ্যে শফিকুল ইসলাম সুমন কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার মৃত আবুল হাশেমের ছেলে এবং তাইজুল ইসলাম উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে, জাকারিয়া জুয়েল একই গ্রামের মৃত হাজী আমির হোসেনের ছেলে এবং সাইফুল ইসলাম একই গ্রামের আবুল হাসিমের ছেলে।

হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মঙ্গলবার হোসেনপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর