কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ৭:০২ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া করা হয়।

পরে কটিয়াদী সরকারি স্কুল মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, কটিয়াদী সরকারি কলেজ ও সরকারি স্কুলের স্কাউটস এবং গার্লস গাইডদের অংশগ্রহণে সংক্ষিপ্ত কুচকাওয়াজ অনুষ্ঠিতহয়।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ আমজাদ হোসেন ও কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন অভিবাদন গ্রহণ করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিকালে সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত পরিসরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর