কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণে নানা কর্মসূচি

 বিজয় কর রতন, মিঠামইন | ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ৭:১৯ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে কাক ডাকা ভোরে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর নেতৃত্বে র‌্যালি বের করা হয়।

উপজেলা সদরে ও অলওয়েদার সড়কে বিশাল র‌্যালি শেষে স্থানীয় ক্লাব প্রাঙ্গণে শহীদ বেদি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একযোগে পুস্পস্তবক অর্পন করেন।

এছাড়া পৃথক ভাবে উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠন, মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ, মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বণিক সমিতি, সরকারি কর্মচারী কল্যাাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ক্লাব প্রাঙ্গণে ও প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, সহকারী কমিশনার (ভূমি) আলিনুর খান, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল প্রমুখ।

কর্মসূচিতে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর