কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে উত্তরণ মেলা উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২৭ মার্চ ২০২১, শনিবার, ৭:৩১ | হোসেনপুর 


বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুই দিনব্যাপী উত্তরণ মেলা শনিবার (২৭ মার্চ) শুরু হয়েছে।

বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, সিদলা ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন প্রমুখ।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি কৃষি কাজের উন্নত কম্বাইন হারভেস্টার যন্ত্র, মৎস্য খাদ্য ও রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।

এছাড়াও তিনি মেলার স্টল পরিদর্শন করেন।

এসময় হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর