কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তিনবার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক, এবার নেশার ইনজেকশনসহ ধরা

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ৭:১০ | অপরাধ 


এর আগে তিন তিনবার ইয়াবাসহ র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে আটক হয়েছিল মাদক ব্যবসায়ী মো. ফরিদ মিয়া (৫৪)। এরপরও মাদক ব্যবসা ছাড়েনি সে। কৌশলে এবার সে নেমেছে নেশাজাতীয় ইনজেকশনের ব্যবসায়।

কিন্তু তাতেও পার পায়নি সে। র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন বুপ্রেনরফিনসহ আটক হয়েছে মাদক ব্যবসায়ী মো. ফরিদ মিয়া।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১০০ পিস বুপ্রেনরফিনসহ তাকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী মো. ফরিদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের মৃত বন্দে আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, মো. ফরিদ মিয়া একজন দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় সে মরণনেশা ইয়াবা বিক্রি করে আসছিল।

ইয়াবা বিক্রি করতে গিয়ে হাতেনাতে ইয়াবাসহ র‌্যাব তাকে আটকও করেছিল। এবার সে নেশার ইনজেকশন বিক্রেতার তালিকায় নিজের নাম লিখিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে যশোদল গোয়ালাপাড়া গ্রামে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালায়।

অভিযানে ১০০ পিস কাঁচের বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মো. ফরিদ মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর