কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

 স্টাফ রিপোর্টার | ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১০:০৫ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা ও স্কাউট প্রতিজ্ঞা পাঠের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউট দিবস পালন করেছে রক্তদান সমিতি।

বিকালে পৌর সদরের রিয়াজ ভবনে রক্তদান সমিতি'র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কাউট আমান উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উডব্যাজার ও বেতাল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমরোজ হোসেন, রোভার স্কাউট লিডার ও কটিয়াদী সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মাহবুবুর রহমান, রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্কাউট মাহবুবুর রহমান, কটিয়াদী সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আব্রারুল হক তাকী, ফুয়াদ হাসান আদর, স্কাউট- সীমান্ত পোদ্দার, মো. সানি, কাউসার আহমেদ রানা প্রমুখ।

এ সময় অন্যদের মাঝে আশিকুর রহমান শাওন, সাব্বির আহমেদ, নবজিৎ সাহা, সুমিত দাস জয়, পূজা সাহা, আব্দুল্লাহ আল মাসুম, কামরুল, হাসিবুল মাহমুদ, শাবিহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তরুণদের স্কাউটিংয়ে যুক্ত হওয়ার মাধ্যমে রাষ্ট্র ও সমাজে ভূমিকা রাখার আহ্বান জানান।

এতে রক্তদান সমিতি মুক্ত স্কাউট গ্রুপ এবং রক্তদান সমিতি মুক্ত রোভার স্কাউট গ্রুপ নামে দুটি ইউনিট ঘোষণা করা হয়।

আলোচনা সভা শেষে স্কাউট প্রতিজ্ঞা পাঠ করা হয়।

এ সময় উপহার হিসেবে স্কাউটদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর