কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মাস্ক না পরায় ৯ জনের জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১২ এপ্রিল ২০২১, সোমবার, ১০:২৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক পরিধান না করায় ৯ জনকে মোট এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে।

সোমবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান থানা পুলিশের সদস্যদের নিয়ে পৌরসদর বাজারসহ বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মুখে মাস্ক পরিধান না করায় তিনি নয় ব্যক্তিকে মোট এক হাজার টাকা জরিমানা করেন।

পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ লোকজনদের অনুরোধ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলার ইউএনও (অ.দা.) একেএম লুৎফর রহমান। তিনি জানান, স্বাস্থ্যবিধি সর্বাত্মক নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর