কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে অটোচালক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ৪:১২ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে শরীফ (১৪) নামে এক অটোচালক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদের গাজীরটেক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শরীফ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। সে ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, শরীফ প্রতিদিনের মত শুক্রবার (১৬ এপ্রিল) রাতে বাসা থেকে অটোরিক্সা নিয়ে রাস্তায় বের হয়।

শনিবার (১৭ এপ্রিল) ভোর পর্যন্ত সে অটোরিক্সা নিয়ে বাসায় না ফেরায় তারা চিন্তিত ছিলেন। সকাল ৯টার দিকে লোক মারফত খবর পান গাজীরটেক এলাকায় এক কিশোরের লাশ পড়ে আছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শরীফের লাশ সনাক্ত করার পর পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শরীফের বস্তাবন্দী লাশ পাওয়া গেলেও তার অটোরিক্সাটি পাওয়া যায়নি।

পুলিশ ধারণা করছে, অটোরিক্সাটি ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা হয়তো তাকে হত্যা করে বস্তাবন্দী করে তার লাশ রাস্তায় ফেলে পালিয়ে গেছে।

ভৈরব থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনি লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত শরীফ একজন অটোচালক ছিল।

তাঁর ধারণা, অটোরিক্সাটি ছিনতাই করতে ছিনতাইকারীরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর