kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৫:৩৮ | স্বাস্থ্য 


‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়| র‌্যালি শেষে কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ।

অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ বক্তব্য দেন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮, ০১৮৪১ ৮১৫৫০০
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ