কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় স্ত্রীর মৃত্যুর ১০ মিনিট পর স্বামীর মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৪ | পাকুন্দিয়া  


স্বামী-স্ত্রী হিসেবে এক সাথে তারা কাটিয়েছেন প্রায় চার যুগের মতো দীর্ঘ সময়। এবার এক সাথেই পৃথিবীকে বিদায় জানিয়েছেন তারা। স্ত্রী জুলেখা খাতুন (৬০) এর মৃত্যুর মাত্র মিনিট দশেক পরই মারা গেছেন স্বামী মহর উদ্দিন (৭০)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার বিকাল তিনটার দিকে দীর্ঘদিন রোগভুগের পর পাকুন্দিয়া পৌরসভার কুড়তলা গ্রামের স্বামীর বাড়িতে মারা যান জুলেখা খাতুন। স্ত্রীর মৃত্যুর মিনিট দশেকের ব্যবধানে স্বামী মহর উদ্দিনও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

একসাথে স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বামী-স্ত্রীর একসাথে মারা যাওয়ার খবরটি জানাজানি হওয়ার পর থেকে বাড়িতে মানুষের ভীড় লেগেই আছে।

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন জানান, মহর উদ্দিন কৃষিকাজ করতেন। তার দুই ছেলে ও চার মেয়ে। দুই ছেলেই প্রবাসে রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, জুলেখা খাতুন দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। এ পরিস্থিতিতে বুধবার বিকাল তিনটার দিকে জুলেখা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রীর মৃত্যুর পর পরই হৃদরোগে আক্রান্ত হন স্বামী মহর উদ্দিন। কিছুক্ষণের মধ্যেই তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই ছেলেই প্রবাসে থাকায় তারা দেশে ফেরার পর এই দম্পতির জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর