কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

 স্টাফ রিপোর্টার | ২৮ এপ্রিল ২০১৮, শনিবার, ৬:১৮ | খেলাধুলা 


কিশোরগঞ্জ জেলা শহরের শতাব্দীপ্রাচীন বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন প্রধান শিক মোকাররম হোসেন শোকরানা।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রবীণ শিক্ষক মো. হোসেন আলী ও হাবিবুল্লাহ বাহার।

এ সময় অভিভাবক সদস্য মো. শাহাবউদ্দিন, এম এ সাদেক মুকুল, হাফিজুর রহমান মানিক, মো. ফারুকুজ্জামান ও লাকী খান, বর্তমান ও প্রাক্তন শিক্ষকসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আজিজুর রহমান বাচ্চু। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর