কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে চার শতাধিক কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

 বিজয় কর রতন, মিঠামইন | ১ মে ২০২১, শনিবার, ১১:০৭ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি ও লকডাউনে কর্মহীন চার শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ মে) মিঠামইন উপজেলা সদরের তমিজা খাতুন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উপজেলার প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান।

এতে অন্যদের মধ্যে মিঠামইন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিনূর খান, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, স্বাস্থ্য বিধি মেনে এ করোনা কালে আমরা আপনাদের সহযোগিতা করছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে সঠিক কর্মহীনদের তালিকা করে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হবে। প্রধানমন্ত্রীর উপহার নিয়ে নয় ছয় করলে কাউকে ছাড় দেয়া হবে না।

বক্তৃতায় তিনি সকলকে মাস্ক পড়ে ঘরের বাইরে যাওয়ার পরামর্শ দেন।

এ সময় কর্মহীন পরিবারগুলোর মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর